1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন

কক্সবাজারে হাতির আক্রমণে নিহত ১

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১০৬ বার দেখা হয়েছে

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে আব্দুস সামাদ (৪২) নামের এক কৃষক মারা গেছেন। বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সুরাজপুর মানিকপুর ইউনিয়নের চিকলঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভিলেজারপাড়া গ্রামের শরফ উদ্দিনের ছেলে।

সুরাজপুর মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম জানান, আব্দুস সামাদ ধান কেটে বাড়ি ফিরছিলেন। তিনি চিকলঘাটা নামক স্থানে পৌঁছালে পেছন থেকে একটি বন্যহাতি এসে আক্রমণ করে। হাতিটি পা দিয়ে চাপা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান। স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।

কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার জানান, বিষয়টি তারা জানতে পেরেছেন। মারা যাওয়া কৃষকের পরিবারকে সরকারের পক্ষ থেকে তিন লাখ টাকা অনুদান দেওয়া হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ