1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৮:১০ অপরাহ্ন
হেডলাইন :
ঋণ আদায়ের জন্য নিলামে এস আলমের স্টিল মিল, বিদ্যুৎকেন্দ্র ও ভোজ্যতেল কারখানা রোমানা রউফ চৌধুরী ব্যাংক এশিয়া সিকিউরিটিজের চেয়ারম্যান পুনর্নির্বাচিত ঢাকা-রিয়াদ রুটে সরাসরি ফ্লাইট চালু করল ইউএস-বাংলা সোনার দামে নতুন রেকর্ড, ভরি ছাড়াল ১ লাখ ৭২ হাজার ১২৭৮ কোটি টাকার গম, সার ও এলএনজি কিনবে সরকার বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্বশাসন নিয়ে যা জানালেন গভর্নর ঢাকায় আইশার ট্রাকস কাস্টমার মিট অ্যান্ড গ্রিট আয়োজন রানারের সাশ্রয়ী মূল্যে খোলাবাজারে পণ্য বিক্রি বন্ধের সিদ্ধান্ত: অর্থ উপদেষ্টা চিকিৎসার জন্য আজ লন্ডন যাবেন খালেদা জিয়া প্রথমবারের মতো রাজধানীতে হলো “নিউ ইয়ার, নিউ মিশন’’ সম্মেলন

ভুলেও যখন চুলে তেল দেবেন না

  • আপডেট সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ২৫২ বার দেখা হয়েছে

লাইফস্টাইল ডেস্ক : চুল ভালো রাখার জন্য তেল মালিশ করা খুবই জরুরি, একথা আমরা সবাই জানি। মাথার ত্বক ভালো রাখতে, চুল ঝরা কমাতে, আর্দ্রতা বজায় রাখতে, চুলের গোড়া মজবুত করতে তেল দেওয়া প্রয়োজন।

তবে চুলে দিতে গিয়ে ভুল করলে হিতে বিপরীত হতে পারে। এনডিটিভির এক প্রতিবেদনে চুলে তেল দেওয়ার সাতটি ভুল তুলে ধরা হয়েছে। চুলে দেওয়ার ক্ষেত্রে এসব ভুল করবেন না যেন।

  • তেল মেখে সারারাত থাকা: অনেকেই রাতে শোবার আগে চুলে তেল মাখেন এবং সকালে উঠে শ্যাম্পু করে ফেলেন। কিন্তু এই অভ্যাসে চুলের ক্ষতি হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। চুলে সারা রাত তেল লাগিয়ে রাখলে চুলের ফলিকল ব্লক হয়ে যেতে পারে। এর ফলে স্ক্যাল্পে ব্রণ দেখা দিতে পারে। আপনার চুল ঝরার কারণ যদি হয় ‍চুলের গোড়ার শুষ্কতা, শুধু সেই ক্ষেত্রে সারারাত তেল লাগিয়ে রাখা ‍উপকারি হতে পারে। অন্যান্য ক্ষেত্রে, চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।
  • তৈলাক্ত চুলে তেল দেওয়া: তৈলাক্ত চুল সহজেই ধুলো, ময়লা এবং এমনকি অণুজীব লেগে থাকে। ফলে তৈলাক্ত চুলে তেল দিলে ধুলো, ময়লা জমে মাথার ত্বকের রোমকূপ বন্ধ হয়ে যায়। চুলে তেল লাগানোর আগে তৈলাক্ত চুলের চিকিৎসা করা উচিত।
  • খুশকি মাথায় তেল দেওয়া: আপনার যদি খুশকির সমস্যা থাকে, তাহলে তেল ব্যবহার না করাটাই ভালো। কেননা মাথার ত্বকের মৃত কোষের সঙ্গে তেল মিশে অতিরিক্ত চুলকানির সৃষ্টি করতে পারে। খুশকির সমস্যা দূর করতে হেয়ার প্রোডাক্ট ব্যবহার করুন। কিংবা ঘরে তৈরি হেয়ার মাস্ক ব্যবহার করুন, যা মাথার ত্বককে হাইড্রেট রাখবে।
  • তেল মেখেই চুল আঁচড়ানো: তেলযুক্ত বা ভেজা চুল আঁচড়ানোর কারণে চুল সংবেদনশীল অবস্থায় ভেঙে যায়। তেল দেওয়ার আগে চিরুনি ব্যবহার করুন। চুলের কন্ডিশনার থাকার সময় চুল আঁচড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
  • অতিরিক্ত তেল মাখা: কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়। চুলে তেল দেওয়ার ক্ষেত্রেও কথাটা সত্য। অতিরিক্ত তেল চুল পড়া ও খুশকি বাড়তে পারে। আবার চুল পরিষ্কার না করে তেল দিলে হতে পারে মাথার ত্বকে ইনফেকশন। তাই চুলে তেল পরিমাণমতোই ব্যবহার করুন।
  • চুল তোয়ালে দিয়ে জড়ানো: এটি অনেকেরই অভ্যাস যে চুলে তেল ব্যবহারের পর চুলে তোয়ালে জড়িয়ে রাখেন। এতে তোয়ালের ঘষা লেগে চুল ভেঙে যেতে পারে। তোয়ালের বদলে আপনার সুতির কোনো পোশাক দিয়ে চুল জড়িয়ে রাখুন।
  • অতিরিক্ত ম্যাসাজ: তেল দেওয়ার সময় মাথায় বেশিক্ষণ ম্যাসাজ করলে চুলের গোড়া দুর্বল হয়ে যেতে পারে। এতে গোড়া ভেঙে গিয়ে চুল ঝরে পড়ার মতো সমস্যা হয়। মিনিট দশ-পনেরোর বেশি ম্যাসাজ করবেন না।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ