1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন

আফগানিস্তানে আফিমের ৯৫ শতাংশ উৎপাদন কমেছে

  • আপডেট সময় : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১৩৩ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : গত বছর তালেবান প্রশাসন মাদকের চাষ নিষিদ্ধ করার পর থেকে আফগানিস্তানে আফিম উৎপাদন ৯৫ শতাংশ কমে গেছে। অথচ একসময়ে আফিম পপি সরবরাহে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ ছিল আফগানিস্তান। জাতিসংঘের এক প্রতিবেদনে রোববার এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দপ্তর ইউএনওডিসি জানিয়েছে, ২০২৩ সালে আফগানিস্তানে মাত্র ১০ হাজার ৮০০ হেক্টর জমিতে আফিম চাষ হয়েছে। আগের বছরের তুলনায় এই মাদকটির চাষ হয়েছিল ২ লাখ ৩৩ হাজার হেক্টর জমিতে। আফিমের সরবরাহ চলতি বছর ৯৫ শতাংশ কমে ৩৩৩টন হয়েছে।

ইউএনওডিসি জানিয়েছে, আফিমের চাষ কমিয়ে আনা যুদ্ধবিধ্বস্ত দেশটির কৃষকদের উপর চাপ সৃষ্টি করছিল। অথচ বেশিরভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল এবং আফিম রপ্তানির মূল্য কখনও কখনও সব বৈধ পণ্যের রপ্তানিকে ছাড়িয়ে যেতো।

ইউএনওডিসি’র নির্বাহী পরিচালক ঘাডা ওয়ালি একটি বিবৃতিতে বলেছেন, ‘আসন্ন মাসগুলোতে আফগানিস্তানের কৃষকদের আফিম থেকে দূরে থাকার সুযোগ দিতে টেকসই জীবিকার জন্য শক্তিশালী বিনিয়োগের প্রয়োজন। এটি অবৈধ আফিমের বাজারের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী ফলাফলের দিকে নিয়ে যাওয়ার একটি বাস্তব সুযোগ উপস্থাপন করে।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ