1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন

বিদায়ী সাপ্তাহে গেইনারের ১০ কোম্পানি এ ক্যাটাগরিতে

  • আপডেট সময় : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ২০৭ বার দেখা হয়েছে
DSE-2

বিদায়ী সাপ্তাহে অর্থাৎ ৯ এপ্রিল, ২০২৩ তারিখ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত পাঁচ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশনেয়া কোম্পানিগুলোর মধ্যে গেইনার তালিকার শীর্ষে উঠে আসা “এ” ক্যাটাগরির প্রথমে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, বিদায়ী সাপ্তাহের শেষ কার্যদিবসে শেয়ারটির সর্বশেষ লেনদেন দর ছিলো ৩৩৬ টাকা ৫০ পয়সা। আর গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ২০.৩৫ শতাংশ। যার টাকার পরিমান দাঁড়িয়েছে ৬৮ কোটি ৮৬ লাখ ৭৮ হাজার।

এদিকে দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের গত সপ্তাহে শেয়ারের সর্বোচ্চ দর বেড়েছে ১০.৬৯ শতাংশ এবং অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের শেয়ারের সর্বোচ্চ দর বেড়েছে ৭.২৪ শতাংশ। কোম্পানিটি “এ” ক্যাটাগরির তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া ডিএসইতে গেইনার তালিকায় থাকা “এ” ক্যাটাগরির অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আমরা নেটওয়ার্ক, ইস্টার্ন হাউজিং, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, বাটা সু কোম্পানি এবং মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ