1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৪:২২ পূর্বাহ্ন

লেনদেনের শীর্ষে জেনেক্স ইনফোসিস

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ১৭৫ বার দেখা হয়েছে
genex-

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে ৬১২ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেডের।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) জেনেক্স ইনফোসিসের ৪৩ লাখ ৬৫ হাজার ৪৫৫টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ৪৪ কোটি ৪২ লাখ টাকার বেশি। এদিন ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হওয়ায় লেনদেনের তালিকায় শীর্ষে রয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন হাউজিংয়ের টাকার অংকে শেয়ার লেনদেন হয়েছে ৩৭ কোটি ৮৮ লাখ টাকার। আর ৩২ কোটি ৯২ লাখ টাকার শেয়ার হাতবদল হওয়ায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে আমরা নেটওয়ার্কস লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- এ্যাপেক্স ফুটওয়্যার, ইউনিক হোটেল, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, জেমিনি সি ফুড, সি পার্ল হোটেল, এডিএন টেলিকম এবং বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ