1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
সোমবার, ০৪ মার্চ ২০২৪, ০৯:০৪ অপরাহ্ন

টানা তৃতীয় দিন দর বৃদ্ধির শীর্ষে লিগ্যাসি ফুটওয়্যার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ৬৪ বার দেখা হয়েছে

গত দুই কার্যদিবসের মতো বৃহস্পতিবারও (২৩ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লিগ্যাসি ফুটওয়্যার লেনদেনে টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে। আজ অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭৪টির বা ২৪.২৪ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের কার্যদিবসে লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫১.১০ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৫৬.২০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৫.১০ টাকা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে লিগ্যাসি ফুটওয়্যার ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- সমতা লেদার কমপ্লেক্সের ৯.৮৭ শতাংশ, হাক্কানি পাল্পের ৯.৭০ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেসের ৬.৩৩ শতাংশ, জিকিউ বলপেনের ৫.৬৮ শতাংশ, ইস্টার্ন হাউজিং ৫.৬৫ শতাংশ, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের ৫.১৫ শতাংশ, সি পার্ল বিচের ৪.২১ শতাংশ, সমরিতা হসপিটালের ৩.৩০ শতাংশ এবং প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের ৩.২৮ শতাংশ শেয়ার দর বেড়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ