1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৮:২৭ অপরাহ্ন

মন্দা লেনদেনে মূলধন কমেছে ৩৫৫১ কোটি টাকা

  • আপডেট সময় : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৭২ বার দেখা হয়েছে
dse-cse-1

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে (রবিবার থেকে বৃহস্পতিবার) লেনদেনের পরিমাণ আগের সপ্তাহের তুলনায় কমেছে ৯ দশমিক ৪৩ শতাংশ। শেয়ারবাজার মূলধন পরিমাণ কমেছে ৩ হাজার ৫৫১ কোটি ৬৫ লাখ টাকা। কমেছে সব ধরনের সূচকেও। সিকিউরিটিজ হাউজগুলোতে বিক্রেতার চাপ ছিল বেশি। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের তুলনায় পতন দেড়গুন বেশি ছিল।

স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস গত বৃহস্পতিবার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৪৮ হাজার ৫০০ কোটি ৬ লাখ টাকায়। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ৫২ হাজার ৫১ কোটি ৭১ লাখ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৩ হাজার ৫৫১ কোটি ৬৫ লাখ টাকা।

গত সপ্তাহে লেনদেন হয়েছে ৫৭ কোটি ১৩ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬৩ কোটি ৮ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ৫ কোটি ৯৫ লাখ টাকা বা ৯ দমমিক ৪৩ শতাংশ। তালিকাভুক্ত ২৬৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৮টির, দর কমেছে ৮৩টির ও অপরিবর্তিত রয়েছে ১৬৫টি কোম্পানির। যা কোম্পানিগুলো শেয়ার দর পতন তুলনায় উত্থান ১ দশমিক ৫৫ গুন বেশি।

সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়। এক সপ্তাহে ব্যবধানে প্রধান সূচক সিএএসপিআই দশমিক ৫২ শতাংশ কমে দাঁড়ায় ১৮ হাজার ৩৫২ দশমিক ৭১ পয়েন্টে। এছাড়া সিএসই৫০ সূচক দশমিক ২৫ শতাংশ, সিএসই৩০ সূচক দশমিক ১৪ শতাংশ, সিএসইসিএক্স সূচক দশমিক ৫২ শতাংশ, সিএসআই সূচক দশমিক ৩৭ শতাংশ এবং সিএসই এসএমইএক্স ৩ দশমিক শূন্য ৩ শতাংশ কমে দাঁড়ায় যথাক্রমে ১ হাজার ৩২০ দশমিক ৫৬ পয়েন্টে, ১৩ হাজার ৩৩৩ দশমিক ৯২ পয়েন্টে, ১১ হাজার ১ দশমিক ৭১ পয়েন্টে, ১ হাজার ১৫৬ দশমিক ৯০ পয়েন্টে এবং ১ হাজার ৬০৯ দশমিক ৭০ পয়েন্টে।

গেল সপ্তাহে এ ক্যাটাগরির ৮০ ভাগ কোম্পানির শেয়ার টপটেন লেনদেনে অবস্থান করেছে। বি ক্যাটাগরির ২০ শতাংশ কোম্পানির শেয়ার দর টপটেন লেনদেনে রয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এডিএন টেলিকমের শেয়ার। একাই ৯ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

এছাড়া বাংলাদেশ ফাইন্যান্স ৭ কোটি ৪৯ লাখ টাকা, এইচ. আর টেক্সটাইল ৭ কোটি ১০ লাখ টাকা, সী পার্ল বিচ ৫ কোটি ৬৮ লাখ টাকা, বেঙ্গল ইউন্ডসর (বি ক্যাটাগরি) ২ কোটি ১৩ লাখ টাকা, দি প্রিমিয়ার ব্যাংক ১ কোটি ৭৩ লাখ টাকা, ওরিয়ন ফার্মা ১ কোটি ৩২ লাখ টাকা, শাইনপুকুর (বি ক্যাটাগরি) ১ কোটি ১৭ লাখ টাকা, জেনেক্স ইনফোসিস ১ কোটি ৮ লাখ টাকা এবং বসুন্ধরা পেপার ১ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ