1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১১:২৩ অপরাহ্ন

২ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ৭০ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সামিট অ্যালায়েন্স পোর্ট ও অ্যাডভেন্ট ফার্মা লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশের রেটিং অনুযায়ী সামিট অ্যালায়েন্স পোর্টের দীর্ঘ মেয়াদে কোম্পানির রেটিং হয়েছে ‘এএ২’। আর স্বল্প মেয়াদে কোম্পানির রেটিং হয়েছে ‘এসটি২’।

২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, আলোচ্য বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংক দায়ের অবস্থান ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

আলফা ক্রেডিট রেটিং লিমিটেড অনুযায়ী অ্যাডভেন্ট ফার্মার দীর্ঘমোয়াদি ‘বিবিবি+’ এবং স্বল্প মেয়াদি ‘এসটি-৩’ রেটিং হয়েছে। ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদেনের তথ্য পর্যালোচনা করে কোম্পানির এ রেটিং নির্ণয় করা হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ