1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:১৪ পূর্বাহ্ন

টপটেন গেইনারে বীমা কোম্পানির আধিপত্য

  • আপডেট সময় : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ৬৮ বার দেখা হয়েছে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে আধিপত্য বিস্তার করেছে বীমা কোম্পানি। আজ গেইনার তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে ৭ টিই বীমা কোম্পানি। আজ গেইনার তালিকার শীর্ষে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স।

সোমবার শেয়ারটির দর ৯ টাকা ৯০ পয়সা বা ৯.৭৮ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১১১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ২ হাজার ৮৭৮ বারে ২৫ লাখ ৩৯ হাজার ৫৮০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৭ কোটি ৭৪ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ১০ পয়সা বা ৯.৭৮ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৩৪ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার ৭০ পয়সা বা ৯.৫৯ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৮ টাকা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- পপুলার লাইফ ইন্স্যুরেন্স, বিডিকম অনলাইন, ন্যাশনাল ফিড মিল, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ও পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ