1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:২৪ অপরাহ্ন

আজ ব্লকে লেনদেন পৌনে ২০ কোটি টাকার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০
  • ৪৭৯ বার দেখা হয়েছে
Block market

বৃহস্পতিবার (০৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির পৌনে ২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ৩৭ লাখ ৭৭ হাজার ৭৩৩টি শেয়ার ১৩৭ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৯ কোটি ৭৩ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৫ কোটি ৮২ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বৃটিশ আমেরিকান ট্যোবাকোর। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ০৯ লখ ৭৭ হাজার টাকার এসকে ট্রিমসের এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৬২ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে খুলনা পাওয়ারের।

এছাড়া আমান ফিডের ১৭ লাখ ৬৮ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৮৩ লাখ ৫২ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ১৪ লাখ ৯২ হাজার টাকার, দেশবন্ধু পলিমারের ৫ লাখ ২০ হাজার টাকার, ডরিন পাওয়ারের ৫৭ লাখ ১০ হাজার টাকার, ফাইন ফুডসের ১ কোটি ২ লাখ ৯০ হাজার টাকার, জেনেক্সের ১ কোটি ২৬ লাখ ৯৮ হাজার টাকার, গ্রামীণ ওয়ান : স্কিম টু’র ৭ লাখ ৭৯ হাজার টাকার, ইফাদ অটোসের ১৯ লাখ ২৫ হাজার টাকার, আইএফআইসির ১৬ লাখ ১১ হাজার টাকার, ইন্ট্রাকোর ৫ লাখ ৮২ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ৭১ লাখ ৭০ হাজার টাকার, লাফার্জহোলসিমের ৪৯ লাখ ৪ হাজার টাকার, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৯ লাখ ৫০ হাজার টাকার, মার্কেন্টাইল ব্যাংকের ২৬ লাখ ৭০ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৫০ লাখ টাকার, ন্যাশনাল টিউবসের ৫ লাখ ৪০ হাজার টাকার, ওয়াইম্যাক্সের ১৩ লাখ ৩৭ হাজার টাকার, প্রিমিয়ার ব্যাংকের ৯ লাখ ২৯ হাজার টাকার, সায়হাম টেক্সটাইলের ১০ লাখ টাকার, সী পার্লের ৭ লাখ ৭৪ হাজার টাকার, সিলকো ফার্মার ১ কোটি ৮ লাখ ৯০ হাজার টাকার, সিমটেক্সের ৬ লাখ ১ হাজার টাকার, সিঙ্গার বিডির ১ কোটি ৪৪ লাখ ৭৫ হাজার টাকার, স্ট্যান্ডার্ড সিরামিকের ১৬ লাখ ৮০ হাজার টাকার এবং ইউনাইটেড পাওয়ারের ২১ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ