1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
সোমবার, ১২ মে ২০২৫, ০২:১৮ অপরাহ্ন
হেডলাইন :
ঋণ আদায়ের জন্য নিলামে এস আলমের স্টিল মিল, বিদ্যুৎকেন্দ্র ও ভোজ্যতেল কারখানা রোমানা রউফ চৌধুরী ব্যাংক এশিয়া সিকিউরিটিজের চেয়ারম্যান পুনর্নির্বাচিত ঢাকা-রিয়াদ রুটে সরাসরি ফ্লাইট চালু করল ইউএস-বাংলা সোনার দামে নতুন রেকর্ড, ভরি ছাড়াল ১ লাখ ৭২ হাজার ১২৭৮ কোটি টাকার গম, সার ও এলএনজি কিনবে সরকার বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্বশাসন নিয়ে যা জানালেন গভর্নর ঢাকায় আইশার ট্রাকস কাস্টমার মিট অ্যান্ড গ্রিট আয়োজন রানারের সাশ্রয়ী মূল্যে খোলাবাজারে পণ্য বিক্রি বন্ধের সিদ্ধান্ত: অর্থ উপদেষ্টা চিকিৎসার জন্য আজ লন্ডন যাবেন খালেদা জিয়া প্রথমবারের মতো রাজধানীতে হলো “নিউ ইয়ার, নিউ মিশন’’ সম্মেলন

সাপ্তাহিক লেনদেনে নতুন পাঁচ মার্কেট মুভার

  • আপডেট সময় : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ১৩০ বার দেখা হয়েছে
block-market-1

বিদায়ী সপ্তাহে (২৬-২৯ ডিসেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মার্কেট মুভারের তালিকায় নতুন করে উঠে এসেছে মুন্নু সিরামিক, সী-পার্ল হোটেল, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, প্রগতি লাইফ ইন্সুরেন্স এবং এডিএন টেলিকম। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটির ৫টির মধ্যে ২টির দর পতন হলেও ৩টি কোম্পানির দর বেড়েছে।

কোম্পানিগুলোর মধ্যে শীর্ষ লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিক। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৫ লাখ ৯৫ হাজার ২৫৯টিশেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৪ কোটি ৪৭ লাখ ১০ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.১৫ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১৩০ টাকা ৭০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১২২ টাকা ৭০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ৮ টাকা বা ৬.১২ শতাংশ।

সী-পার্ল হোটেল লেনদেনের সপ্তম স্থানে রয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৫ লাখ ৭১৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য২৮ কোটি ১৩ লাখ ৫৫ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৬২ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১৯০ টাকা ৭০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১৮৬ টাকা ৭০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ৭ টাকা বা ২.১০ শতাংশ।

লেনদেন তালিকার অষ্টম স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২১ লাখ ৫০ হাজার ৩৩৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৪ কোটি ১৯ লাখ ৪৮ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.২৬ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১১২ টাকা ১০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১১৫ টাকা ৩০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৩ টাকা ২০ পয়সা বা ২.৮৫ শতাংশ।

কোম্পানিগুলোর মধ্যে লেনদেনে নবম দখল করেছে প্রগতি লাইফ ইন্সুরেন্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৯ লাখ ৫৪ হাজার ৮১৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৩ কোটি ৪৮ লাখ ৪২ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.১৯ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১১৬ টাকা ৪০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১২১ টাকা ৭০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৫ টাকা ৩০ পয়সা বা ৪.৫৫ শতাংশ।

এডিএন টেলিকম তালিকার দশম স্থানে রয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৫ লাখ ৯৯ হাজার ৮৭৯টি শেয়ার লেনদেন হয়েছে।যার বাজার মূল্য ১৮ কোটি ২৫ লাখ ৮৯ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১.৭০ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১১২ টাকা ৯০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১১৪ টাকা ১০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ১ টাকা ২০ পয়সা বা ১.০৬ শতাংশ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ