1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
সোমবার, ১২ মে ২০২৫, ১২:০৫ অপরাহ্ন
হেডলাইন :
ঋণ আদায়ের জন্য নিলামে এস আলমের স্টিল মিল, বিদ্যুৎকেন্দ্র ও ভোজ্যতেল কারখানা রোমানা রউফ চৌধুরী ব্যাংক এশিয়া সিকিউরিটিজের চেয়ারম্যান পুনর্নির্বাচিত ঢাকা-রিয়াদ রুটে সরাসরি ফ্লাইট চালু করল ইউএস-বাংলা সোনার দামে নতুন রেকর্ড, ভরি ছাড়াল ১ লাখ ৭২ হাজার ১২৭৮ কোটি টাকার গম, সার ও এলএনজি কিনবে সরকার বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্বশাসন নিয়ে যা জানালেন গভর্নর ঢাকায় আইশার ট্রাকস কাস্টমার মিট অ্যান্ড গ্রিট আয়োজন রানারের সাশ্রয়ী মূল্যে খোলাবাজারে পণ্য বিক্রি বন্ধের সিদ্ধান্ত: অর্থ উপদেষ্টা চিকিৎসার জন্য আজ লন্ডন যাবেন খালেদা জিয়া প্রথমবারের মতো রাজধানীতে হলো “নিউ ইয়ার, নিউ মিশন’’ সম্মেলন

শেয়ারবাজারকে বিশ্বমানের দিকে এগিয়ে নেয়াই আমাদের উদ্দেশ্য : বিএসইসি চেয়ারম্যান

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ১২৯ বার দেখা হয়েছে

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল- ইসলাম বলেছেন, স্টক এক্সচেঞ্জের শেয়ারহোল্ডার পরিচালকরা বিনিয়োগকারীদের আস্থা বাড়ানো এবং বাজারের গতিশীলতা আনার কাজ করবে৷ আমাদের সকলের উদ্দেশ্য শেয়ারবাজারকে বিশ্বমানের দিকে এগিয়ে নেয়া৷ এর জন্য বিএসইসির পক্ষে সব ধরণের সহযোগিতা অব্যহত আছে৷

সোমবার (২৬ ডিসেম্বর) ডিএসইর নব-নির্বাচিত শেয়ারহোল্ডার পরিচালক মোঃ শাকিল রিজভী এবং মোহাম্মদ শাহজাহান সাক্ষাত করতে গেলে তিনি এ কথা বলেন।

অধ্যাপক শিবলী রুবাইয়াত বলেন, বিভিন্ন সেক্টর থেকে আসা স্বতন্ত্র পরিচালকদের সমন্বয়ে গঠিত হয় ডিএসইর পরিচালনা পর্ষদ৷ তাদের সাথে আছে শেয়ারবাজারের দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন শেয়ারহোল্ডার পরিচালকবৃন্দ৷ মূলত স্টক এক্সচেঞ্জকে কেন্দ্র করেই শেয়ারবাজারের সমগ্র কর্মকাণ্ড পরিচালিত হয়৷

বিএসইসি চেয়ারম্যান বলেন, বিএসইসি বিগত কয়েক বছরে শেয়ারবাজার উন্নয়নে আইনগত ও অবকাঠামোগত নানাবিদ সংস্কার করেছে৷ ফলে শেয়ারবাজারের ভিত অনেক মজবুত হয়েছে, যা ভবিষ্যতে শেয়ারবাজারকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে সহায়ক ভূমিকা রাখবে৷

ডিএসইর পরিচালকবৃন্দ শেয়ারবাজারে বর্তমান ক্রাইসিস থেকে কিভাবে উওরণ ঘটানো যায় সে বিষয়ে শেয়ারবাজার সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতাশা ব্যক্ত করেন৷ সকলের সমন্বিত প্রচেষ্টায় দেশের এই সম্ভাবনাময় খাতকে অর্থ উত্তোলনের মূল চালিকা শক্তি হিসেবে পরিগণিত করে প্রধানমন্ত্রীর ভিশন ২০৩০ এবং ২০৪১ কে সামনে রেখে বাংলাদেশে অর্থনীতির অন্যান্য সেক্টরগুলো যে গতিতে এগিয়ে যাচ্ছে, দেশের শেয়ারবাজারকেও একইভাবে এগিয়ে নিয়ে যেতে হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ