1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন

ব্র্যাক ব্যাংকের ক্রেডিট রেটিং নির্ণয়

  • আপডেট সময় : বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ৭১০ বার দেখা হয়েছে
bracbank

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংক লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় সম্পন্ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটি দীর্ঘ মেয়াদে রেটিং পেয়েছে ‘এএ প্লাস’ আর স্বল্প মেয়াদে রেটিং পেয়েছে ‘এসটি-১’। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের আলোকে এ রেটিং দিয়েছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।

‘এ’ ক্যাটেগরির ব্যাংক খাতের কোম্পানিটি ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। দুই হাজার কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন এক হাজার ৩২৫ কোটি ৮৮ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ দুই হাজার ৩৪৬ কোটি ৯৮ লাখ ৫৯ হাজার টাকা। কোম্পানিটির ১৩২ কোটি ৫৮ লাখ ৭৮ হাজার ৪৭৭ শেয়ার রয়েছে। মোট শেয়ারের মধ্যে ৪৪ দশমিক ২৯ শতাংশ উদ্যোক্তা বা পরিচালকদের কাছে, ছয় দশমিক ৮৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে, ৪৩ দশমিক ২৩ শতাংশ বিদেশি বিনিয়োগকারীদের কাছে এবং পাঁচ দশমিক ৬২ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ