1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শনিবার, ০৪ মে ২০২৪, ০৬:৪৮ পূর্বাহ্ন

ক্রেতা নেই ২০৯ কোম্পানির শেয়ারে

  • আপডেট সময় : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১৩০ বার দেখা হয়েছে
no buyer

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। এদিনও ডিএসইতে ক্রেতাশূন্য হয়ে পড়েছে অধিকাংশ কোম্পানি। আজ লেনদেনে অংশ নেওয়া ২০৯ কোম্পানি ক্রেতা শূন্য হয়ে গেছে। কোম্পানিগুলোর লেনদেনের শুরুর দিকে ক্রেতা থাকলেও ধীরে ধীরে তারা হারিয়ে যেতে থাকে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, রোববার সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে বীমা খাতের কোম্পানি। এ খাতে ৫৫টি কোম্পানির মধ্যে ৩৯টি কোম্পানি ক্রেতা হারিয়েছে। বস্ত্র খাতে ৫৮টি কোম্পানির মধ্যে ২৬টি কোম্পানি ক্রেতাশূন্য। ব্যাংক খাতের ৩৪ কোম্পানির মধ্যে ২৬টি কোম্পানি ক্রেতাশূন্য রয়েছে।
এছাড়া ক্রেতাশূন্য রয়েছে প্রকৌশল খাতের ২৪টি, জ্বালানি ও ওষুধ খাতের ১৭টি, মিউচ্যুয়াল ফান্ড খাতের ১৫টি, আর্থিক খাতের ১৪টি, খাদ্য খাতের ৮টি, বিবিধ খাতের ৭টি, সিমেন্ট খাতের ৪টি, সিরামিক, ট্যানারি ও টেলিকমিউনিকেশন খাতের ৩টি, আইটি খাতের ২টি এবং সেবা খাতের ১টি কোম্পানি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ