1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:০১ পূর্বাহ্ন

৬ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ৪১৯ বার দেখা হয়েছে
A-Board-Meeting (1)

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এসএস স্টিল: কোম্পানিটির সভা আগামী ১২ জুলাই বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে।

ওই সভায় ৩১ মার্চ, ২০১৯ তারিখে সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

আগের প্রান্তিকে (অক্টোবর,-ডিসেম্বর,১৯) কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৪৬ পয়সা। আর বছরের ৬ মাসে (জুলাই,-ডিসেম্বর,১৯) আয় করেছিল ১ টাকা ১৫ পয়সা।

প্রভাতী ইন্স্যুরেন্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হবে।

জানা গেছে, ওই দিন কোম্পানিটির বোর্ড সভা বিকাল ২টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

আগের বছর কোম্পানিটির শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

সিটি জেনারেল ইন্স্যুরেন্স: কোম্পানিটির সভা আগামী ১৫ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

ওই সভায় ৩১ ডিসেম্বর,২০১৯ তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

২০১৮ সালে কোম্পানিটি ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

সোনারবাংলা ইন্স্যুরেন্স: কোম্পানিটির সভা আগামী ১৪ জুলাই বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।

ওই সভায় ৩১ মার্চ,২০২০ ও ৩১ ডিসেম্বর,২০১৯ তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

২০১৮ সালে কোম্পানিটি ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

এশিয়া ইন্স্যুরেন্স : কোম্পানিটির সভা আগামী ১২ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

ওই সভায় ৩১ মার্চ,২০২০ তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

কর্ণফুলী ইন্স্যুরেন্স: কোম্পানিটির সভা আগামী ১৪ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

ওই সভায় ৩১ ডিসেম্বর,২০১৯ তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

উল্লেখ্য, ২০১৮ সালে কোম্পানিটি ১১ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

বাংলার কন্ঠ/০৭ জুলাই, ২০২০/এ এইচ

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ