1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:১০ অপরাহ্ন

সি পার্ল বিচ রিসোর্টের মুনাফা বেড়েছে ১১৯%

  • আপডেট সময় : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ২০৩ বার দেখা হয়েছে

৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে আয় ও কর-পরবর্তী নিট মুনাফা দুটোই বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের। এর মধ্যে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে প্রায় ১১৯ শতাংশ। এ মুনাফার ভিত্তিতে আলোচ্য হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপরিশ করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

প্রতিবেদন অনুসারে, ২০২১-২২ হিসাব বছরে সি পার্ল বিচ রিসোর্টের আয় হয়েছে ৯২ কোটি ৬৫ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যেখানে আয় ছিল ৬৪ কোটি ৩৯ লাখ টাকা। সে হিসাবে একই বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ২৮ কোটি ২৫ লাখ টাকা বা ৪৩ দশমিক ৮৮ শতাংশ। আর আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৬ কোটি ১৩ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ৭ কোটি ৩৬ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে ৮ কোটি ৭৬ লাখ টাকা বা ১১৮ দশমিক ৯৬ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৩৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬১ পয়সা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ