1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন

সাপ্তাহিক লেনদেনে নতুন তিন মার্কেট মুভার

  • আপডেট সময় : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ১৫৪ বার দেখা হয়েছে

বিদায়ী সপ্তাহে (০২-০৬ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মার্কেট মুভারের তালিকায় নতুন করে উঠে এসেছে বিবিএস ক্যাবলস, কপারটেক এবং সোনালী পেপার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটির ৩টির লেনদেনের পরিমাণ বৃদ্ধি পাশাপাশি শেয়ার দরও বেড়েছে।

কোম্পানিগুলোর মধ্যে লেনদেন তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে বিবিএস ক্যাবলস। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৬০ লাখ ১৫ হাজার ১৯৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬০ কোটি ২২ লাখ ৭৬ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.০৪ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৫৫ টাকা ৪০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৬০ টাকা ৫০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৫ টাকা ১০ পয়সা বা ৯.২০ শতাংশ।
কপারটেক লেনদেন তালিকার নবম স্থানে উঠে এসেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৩২ লাখ ৩২ হাজার ৫৬৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১৯ কোটি ৬১ লাখ ৪৮ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.২৭ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৪৮ টাকা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৫১ টাকা ১০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৩ টাকা ১০ পয়সা বা ৬.৪৫ শতাংশ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ