1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন

ডিএসই’র জবাব দিলো ওরিয়ন ফার্মা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯০ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ফার্মা লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিক বাড়ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) দর বৃদ্ধির কারণ জানতে চাইলে জবাবে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানায় কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ছে। ফলে ৭ সেপ্টেম্বর দর বৃদ্ধির কারণ জানতে নোটিস পাঠায় ডিএসই। কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে বলে জবাবে ডিএসইকে কোম্পানিটি জানায়।

জানা যায়, ডিএসইতে গত ৫ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিল ৯৬ টাকা ৯০ পয়সা। ৭ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ১১৭ টাকা ১০ পয়সায় উন্নীত হয়।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কতৃপক্ষ।

কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১৩ সালে। বর্তমানে ফার্মাসিউটিক্যালস ও কেমিক্যালস খাতের এই কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করছে।

এছাড়া কোম্পানিটি ২০২১ সালে বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেয়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ