1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:৩৪ পূর্বাহ্ন

প্রতারণার আশ্রয় নিয়ে আর্থিক হিসাব প্রকাশ করেছে লিবরা ইনফিউশন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ১৪৬ বার দেখা হয়েছে
Libra

সম্প্রতি দুই বছর আগের ২০১৯-২০ অর্থবছরের আর্থিক হিসাব প্রকাশ ও লভ্যাংশ ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত লিবরা ইনফিউশন কর্তৃপক্ষ। তবে এক্ষেত্রে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে। তারা শেয়ারপ্রতি প্রায় ২৫ টাকা লোকসান কম দেখিয়েছে। এছাড়া শেয়ারপ্রতি নিট ১৫৭ টাকার সম্পদ বেশি (এনএভিপিএস) দেখিয়েছে।

কোম্পানিটির ২০১৯-২০ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই তথ্য জানিয়েছেন নিরীক্ষক।

নিরীক্ষক জানিয়েছেন, লিবরা ইনফিউশন কর্তৃপক্ষ ইউনিট-২ এর স্থায়ী সম্পদের উপর অবচয় চার্জ করেনি। এরমাধ্যমে ৩ কোটি ৭৩ লাখ টাকার বা শেয়ারপ্রতি ২৪.৮৭ টাকা লোকসান কম দেখানো হয়েছে। একইসঙ্গে ওই পরিমাণ সম্পদ বেশি দেখানো হয়েছে।

এই কোম্পানি কর্তৃপক্ষ ২০১৯-২০ অর্থবছরে শেয়ারপ্রতি ৭.৭৮ টাকা লোকসান দেখিয়েছে। যা সঠিক অবচয়ে ৩২.৬৫ টাকা হবে।

অন্যদিকে কোম্পানি কর্তৃপক্ষ আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ১০৮ কোটি ২২ লাখ টাকার পাওনাকে আর্থিক হিসাবে কমিয়ে ৮৪ কোটি ৫৯ লাখ টাকা দেখিয়েছে। এক্ষেত্রে ২৩ কোটি ৬৩ লাখ টাকার দায় কম বা সম্পদ বেশি দেখিয়েছে। এর মাধ্যমে শেয়ারপ্রতি ১৫৭.৩৫ টাকার সম্পদ বেশি দেখানো হয়েছে।

লিবরা ইনফিউশন কর্তৃপক্ষ স্থায়ী সম্পদে অবচয় চার্জ না করে ২৪.৮৭ টাকা এবং ঋণ কমের মাধ্যমে ১৫৭.৩৫ টাকা করে মোট শেয়ারপ্রতি ১৮২.২২ টাকার সম্পদ বেশি দেখিয়েছে। তারা ২০২০ সালের ৩০ জুন ১২৬১ টাকা শেয়ারপ্রতি সম্পদ দেখিয়েছে।

এই কোম্পানি কর্তৃপক্ষ ভবন ও কনস্ট্রাকশনের পূণ:মূল্যায়জনজনিত সারপ্লাসের উপরে ডেফার্ড টেক্স চার্জ করেনি বলেও জানিয়েছেন নিরীক্ষক।

শেয়ারবাজারে তালিকাভুক্ত লিবরার দীর্ঘদিন ধরে আর্থিক হিসাব প্রকাশ ও লভ্যাংশ সংক্রান্ত সভা বন্ধ ছিল। অবশেষে গত ২১ জুলাই ২০১৯-২০ অর্থবছরের ব্যবসায় লভ্যাংশ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। যদিও এরইমধ্যে ২০২০-২১ ও ২০২১-২২ অর্থবছর শেষ হয়ে গেছে।

উল্লেখ্য, ১৯৯৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া লিবরা ইনফিউশনের পরিশোধিত মূলধনের পরিমাণ ১ কোটি ৫০ লাখ টাকা। এরমধ্যে ৬৫.৫৭ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের হাতে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৮৮৪ টাকায়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ