1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৮:৪৫ অপরাহ্ন

গত সপ্তাহে আগ্রহের শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স

  • আপডেট সময় : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ১৯০ বার দেখা হয়েছে
Meghna-insurance

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বাড়ার শীর্ষে রয়েছে মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৫৯ দশমিক ৫০ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ১ লাখ ২৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৫ হাজার ২০০ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মুন্নু ফেব্রিক্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৪১ দশমিক ৭৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৭১ কোটি ৮৭ লাখ ৬৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৪ কোটি ৩৭ লাখ ৫৩ হাজার টাকা।

শাইনপুকুর সিরামিকস লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২২ দশমিক ৩৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২ হাজার ৩৬০ কোটি ৯ লাখ ১৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪৭ লাখ ২১ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- এইচ.আর টেক্সটাইল, মিরাকল ইন্ডাস্ট্রিজ, তসরিফা ইন্ডাস্ট্রিজ, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার, এস.আলম কোল্ড রোল্ড স্টিল, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ও সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ