1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন

লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত মিথুন নিটিংয়ের

  • আপডেট সময় : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৩৭ বার দেখা হয়েছে
Mithun

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত মিথুন নিটিং শেয়ারহোল্ডারদের তিন বছরের লভ্যাংশ থেকে বঞ্চিত করেছে। অর্থাৎ কোম্পানিটির পরিচালনা পর্ষদ তিন বছরের জন্য লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৯, ৩০ জুন ২০২০ এবং ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সমাপ্ত অর্থবছরগুলোর হিসাব শেষে দেখা যায়, ২০২১ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হিয় শূন্য আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়ায় ৩.১৮ টাকা। ২০২০ সালে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭.১১ টাকা আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়ায় ৩.১৮ টাকায় এবং ২০২১ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪.৭৩ টাকা আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়ায় ১৫.০২ টাকায়।

কোম্পানিটির লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ ফেব্রুয়ারি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ