1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫:২৭ অপরাহ্ন

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে যে ১০ কোম্পানি

  • আপডেট সময় : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ২০৫ বার দেখা হয়েছে
tpo

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল অব্যাহত রেখেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পিানি লিমিটেডের (বেক্সিমকো)। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৬৫১ কোটি ১২ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটি ৭ কোটি ৫ লাখ ৪২ হাজার ৬৫৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬০২ কোটি ৪০ লাখ ৪২ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১১.৩২ শতাংশ।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির ৪ কোটি ২৫ লাখ ৪০ হাজার ২৩৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৫৭ কোটি ৭৪ লাখ ৬০ হাজার টাকা।

বেক্সিমকো ফার্মা লেনদেনের তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে। কোম্পানিটির ১ কোটি ৩১ লাখ ৮৮ হাজার ৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৫৫ কোটি ৩ লাখ ৩৩ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেডের ১৬২ কোটি ৩১ লাখ ২৬ হাজার টাকার, লংকা বাংলা ফাইন্যান্সের ১৪০ কোটি ৯০ লাখ ৪০ হাজার টাকার, ন্যাশনাল ফিড মিল লিমিটেডের ১২২ কোটি ৭৩ লাখ ৫১ হাজার টাকার, বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের ১৫০ কোটি ৯ লাখ ২৪ হাজার টাকার, রবি আজিয়াটার ১১০ কোটি ১৯ লাখ ২৫ হাজার টাকার, এশিয়া প্যাসিফিক ইন্সুরেন্সের ৭৮ কোটি ৯ লাখ ৫৪ হাজার টাকার এবং অগ্রণী ইন্স্যুরেন্সের ৭৭ কোটি ৪৬ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ