রাজধানীর খুচরা বাজারে কাঁচা মরিচের কেজি এখন ৩০০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ গত সপ্তাহেও এর দাম ছিল ৮০ থেকে ১০০ টাকার মধ্যে।
শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে কাচা মরিচের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির চিত্র পাওয়া গেছে।
ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কমে যাওয়ায় হঠাৎ করেই অস্থির হয়ে উঠেছে মরিচের বাজার। টানা বৃষ্টি ও দেশের বিভিন্ন এলাকায় বন্যার কারণে মরিচসহ অন্যান্য সবজির ক্ষেত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাজার ঘুরে জানা গেছে, গত সপ্তাহে ৮০ থেকে ১০০ টাকায় যে মরিচ মিলেছে মঙ্গল ও বুধবার তা বিক্রি হয়েছে হয়েছে ২০০ টাকা কেজিতে। যা গতকাল তা দাঁড়ায় ২৪০ টাকা, আর আজ শুক্রবার তা গিয়ে ঠেকেছে ৩২০ টাকায়।
পাইকারি ব্যবসায়ী বজলুর রহমান বলেন, “টানা বৃষ্টি ও বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলে মরিচ গাছ পঁচে গেছে। সরবরাহ অনেক কমে গেছে, তাই দামও বেড়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে দাম কমবে।”
মরিচ বিক্রেতা সাইফুল ইসলাম লেন, “পাইকারি বাজারে কাঁচা মরিচের এক পাল্লা (প্রায় ১০ কেজি) কিনতে হচ্ছে ১২০০ থেকে ১৩০০ টাকা দিয়ে। পরিবহন খরচও যুক্ত আছে। প্রতিদিন ১০ কেজি আনলেও আজ শুধু ১ কেজি এনেছি। দাম বাড়তে থাকলে বিক্রি বন্ধ করে দিতে হবে।”
বিক্রেতা দেলোয়ার হোসেন জানান, “দুই দিন আগেও ২০০ টাকায় বিক্রি করেছি। গতকাল ২৪০, আজ পাইকারি বাজার থেকেই ৮০–১০০ টাকা বেড়ে গেছে প্রতি কেজিতে।”
এদিকে হঠাৎ এমন দাম বাড়ায় ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। সুমন হাওলাদার নামের এক ক্রেতা বলেন, “কাঁচা মরিচ তো প্রতিদিন রান্নায় লাগে। এই দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। তিন দিনের ব্যবধানে ৮০ টাকা থেকে ৩০০ টাকা হওয়াটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
আরেকজন ক্রেতা বলেন, “দামের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। এখনই নজরদারি বাড়ানো না হলে পরের সপ্তাহে ৪০০ টাকা হয়ে যাবে!”