বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের আরোপিত ৩৫ শতাংশ পাল্টা শুল্ক নিয়ে ওয়াশিংটনে দ্বিতীয় দফায় তিন দিনের আলোচনা শেষ হয়েছে। বৈঠকে কিছু দ্বিমত ছাড়া অধিকাংশ ক্ষেত্রে উভয়পক্ষ একমত হয়েছে এবং কিছু ছাড় দিয়েছে।
আরোপিত পাল্টা শুল্ক কমানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আশ্বাসও পাওয়া গেছে এবং এই বৈঠকের সুপারিশের ভিত্তিতে ট্রাম্প প্রশাসন চূড়ান্ত পাল্টা শুল্ক নির্ধারণ করবে বলে বৈঠক সূত্রে জানা গেছে।
তিন দিনের আলোচনার পরিপ্রেক্ষিতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আশাবাদী, নির্ধারিত সময়ের মধ্যে একটি ইতিবাচক অবস্থানে পৌঁছানো যাবে। বৈঠকে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাওয়া বাণিজ্য উপদেষ্টা আজ দেশে ফিরবেন।
দ্বিতীয় দফার বাণিজ্য আলোচনার তৃতীয় ও শেষ দিন শুক্রবার ওয়াশিংটন ডিসির সময় সকাল ৯টায় শুরু হয় তৃতীয় দিনের আলোচনা। নানা বিষয়ে দরকষাকষির মধ্য দিয়ে দিনব্যাপী আলোচনা শেষ হয়। এই বৈঠকের সুপারিশের ভিত্তিতে ট্রাম্প প্রশাসন চূড়ান্ত পাল্টা শুল্ক নির্ধারণ করবে।দ্বিতীয় দফার আলোচনায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।বৈঠকে সশরীরে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব নাজনীন কাওসার চৌধুরী। এ ছাড়া ভার্চুয়ালি যুক্ত ছিলেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা।