1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন

অভিনেত্রী জিনাত শানু স্বাগতা কন্যাসন্তানের মা হয়েছেন।

  • আপডেট সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৫৩ বার দেখা হয়েছে

থাইল্যান্ডের একটি হাসপাতালে ২১ জুন তিনি সন্তানের জন্ম দেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাগতা নিজেই।

নবজাতকের নাম রাখা হয়েছে মরিয়াম সর্বজয়া শানু আজাদ। মা ও মেয়ে দুজনেই সুস্থ রয়েছেন।

মা হওয়ার খবরটি স্বাগতা নিজের ফেসবুকে শেয়ার করে লিখেছেন, “মরিয়াম সর্বজয়া শানু আজাদ, পৃথিবীতে স্বাগতম।”

২০২৪ সালের ২৪ জানুয়ারি দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক হাসান আজাদকে বিয়ে করেন স্বাগতা। হাসান একজন সংগীতশিল্পী, গীতিকার, সুরকার ও মিউজিক কম্পোজার। পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন এবং বর্তমানে লন্ডনপ্রবাসী একজন সফল ব্যবসায়ী।

গর্ভাবস্থায় শুরুতে বাংলাদেশে চিকিৎসা নিলেও নরমাল ডেলিভারির সম্ভাবনা কম থাকায় স্বাগতা থাইল্যান্ডে যান। সেখানে এক বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন। এর আগে এক হাসপাতাল থেকে আরেকটিতে স্থানান্তরিত হন এই উদ্দেশ্যেই।

স্বাগতা জানান, “আমি একটা মিশন নিয়ে থাইল্যান্ডে এসেছি। বাংলাদেশের অনেক ডাক্তার বলেছেন আমি ভুল করছি, কিন্তু আমি শেষ দিন পর্যন্ত চেষ্টা করব যেন স্বাভাবিকভাবে সন্তান জন্ম দিতে পারি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ