1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৬:০৪ পূর্বাহ্ন

শ্রীলঙ্কাকে ২৯৬ রানের লক্ষ্য দিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের

  • আপডেট সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৫৩ বার দেখা হয়েছে

শান্তর সেঞ্চুরিতে ভর করে গল টেস্টে ৬ উইকেটে ২৮৫ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। ফলে শ্রীলঙ্কার সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ২৯৬ রানের।

ব্যাটিংয়ে নেমেছে শ্রীলঙ্কা। যদিও ম্যাচ ড্র হচ্ছে সেটা এখন নিশ্চিত।

অধিনায়ক হিসেবে একই টেস্ট ম্যাচে দুই ইনিংসে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন নাজমুল হোসেন শান্ত। আর বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে এমন কীর্তি গড়লেন দ্বিতীয়বারের মতো।

আজ পঞ্চম দিনে ৩ উইকেটে ১৭৭ রান নিয়ে খেলতে নামে বাংলাদেশ। শান্ত ৫৬ আর মুশফিক ২২ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন। দুজনের ১৯১ বলে ১০৯ রানের জুটিটি ভাঙে মুশফিকের রানআউটে। ১০২ বলে ৪৯ রানের ইনিংসে ৪টি বাউন্ডারি হাঁকান মুশফিক। মাত্র ১ রানের জন্য ফিফটি মিস মুশফিকের।

তবে সেঞ্চুরি মিস করেননি শান্ত। ১৯৯ বলে ৯ চার আর ৩ ছক্কায় ১২৫ রানে অপরাজিত থাকেন তিনি। মাঝে লিটন দাস ৩ আর জাকের আলী ২ রান করে আউট হন।

৬ উইকেটে ২৮৫ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন অধিনায়ক শান্ত।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ