1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন

নূরুন নেওয়াজ এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত

  • আপডেট সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১২৬ বার দেখা হয়েছে

এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় মো. নূরুন নেওয়াজকে সর্বসম্মতিক্রমে ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছেন। সোমবার (২৮ অক্টোবর) সভাটি অনুষ্ঠিত হয়।

চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম দেশের একজন বিশিষ্ট শিল্পপতি ও শিল্প উদ্যোক্তা। তিনি দেশের স্বনামধন্য ইলেকট্রনিক্স ব্র্যান্ড কনকা ও গ্রী-এর উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ইলেক্ট্রোমার্ট লি. এবং ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লি.-এর চেয়ারম্যান।

এছাড়া, তিনি দেশের শীর্ষস্থানীয় বীমা কোম্পানি সেন্ট্রাল ইন্সুরেন্স কোম্পানি লি.-এর সাবেক চেয়ারম্যান। তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) পরিচালক, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

মো. নূরুন নেওয়াজ বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত একজন সিআইপি। তিনি সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আজীবন সদস্য এবং ঢাকা ক্লাব লি., গুলশান ক্লাব লি. এবং পূর্বাচল ক্লাব লি., ঢাকার সদস্য। তিনি ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের একজন সদস্য। এ ছাড়াও, তিনি ফেনীতে বহু শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। বিজ্ঞপ্তি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ