1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে ৫ জনের মৃত্যু, আহত ৪০

  • আপডেট সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১৭৬ বার দেখা হয়েছে

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। রোববার (৭ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে বগুড়া শহরের সেউজগাড়ী আমতলা মো‌ড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অলোক, আতশি রানী, রঞ্জিতা, নরেশ মোহন্ত ও অজ্ঞাত এক নারী। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে সেউজগাড়ী ইসকন মন্দির থেকে রথযাত্রা বের হয়। সেউজগাড়ী আমতলা এলাকায় পৌঁছালে রথের চূড়াটি সড়কের ওপর দিয়ে যাওয়া উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। এতে আগুন ধরে যায়। এ সময় র‌থের ওপরে বসে থাকা এবং নিচে থাকা বহু লোক আহত হন। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান‌ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে পাঁচজনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত হয়ে শহীদ জিয়াউর মে‌ডি‌ক্যাল ক‌লেজ ও হাসপাতা‌লে ভ‌র্তি আছেন ৩৭ জন। মে‌ডি‌ক্যাল ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আনিস বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন। এ ছাড়া, বগুড়া মোহাম্মদ আলী হাসপাতা‌লে ভ‌র্তি আছেন আরও ৩ জন। হাসপাতাল‌টির আরএমও শ‌ফিক আমিন কাজল বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

বগুড়া সদর থানা‌র অফিসার ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, রথযাত্রার সময় রথের চূড়া‌টি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসলে এ দুর্ঘটনা ঘটে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ