1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন

পাওয়ার গ্রিডের নিবন্ধিত কার্যালয়ের ঠিকানা পরিবর্তন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৩২৬ বার দেখা হয়েছে
biddut-khat (1)

বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড নিবন্ধিত কার্যালয়ের ঠিকানা পরিবর্তন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটির নিবন্ধিত কার্যালয় রাজধানীর আফতাব নগরের জহুরুল ইসলাম সিটিতে অবস্থিত পিজিসিবি ভবনে স্থানান্তরিত হয়েছে।

আগামীকাল ১২ আগস্ট থেকে এটি কার্যকর হবে। এর আগে মহাখালীতে অবস্থিত রেড ক্রিসেন্ট কনকর্ড টাওয়ারে নিবন্ধিত কার্যালয় ছিল।

গতকাল ডিএসইতে কোম্পানিটির এক লাখ তিন হাজার ৪৮৫টি শেয়ার মোট ১৫২ বার হাতবদল হয়, যার বাজারদর ৫১ লাখ ৯৬ হাজার টাকা। এছাড়া শেয়ারদর দশমিক ৯৯ শতাংশ বা ৫০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ৫০ টাকা ১০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ৫০ টাকা ১০ পয়সা।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, কোম্পানির মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ৮ দশমিক ৯৯। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, কোম্পানির মূল্য আয় অনুপাত ৬ দশমিক ০১।

এ ক্যাটেগরির কোম্পানিটি ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ