1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন

মাদকের টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা, আটক ছেলে

  • আপডেট সময় : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ১৪৪ বার দেখা হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি : মাদক কেনার জন্য টাকা না দেওয়ায় রীনা আক্তার (৪০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ওমর ফারুককে (৩০) আটক করেছে পুলিশ।

রোববার (২ জুন) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার ভেলুয়ার দীঘি এলাকায় এ ঘটনা ঘটে। চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (পাহাড়তলী জোন) মাঈনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওমর ফারুক মাদকাসক্ত ছিলেন। রোববার রাতে মাদক সেবনের জন্য মায়ের কাছে টাকা দাবি করেন তিনি। এ সময় রীনা আক্তার টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করেন ছেলে ওমর ফারুক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও ওমর ফারুককে আটক করেছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ