1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন

জম্মু ও কাশ্মিরে বাস খাদে পড়ে নিহত ২১

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১২৮ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের জম্মু ও কাশ্মিরে বাস খাদে পড়ে অন্তত ২১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ২০ জনের বেশি। বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

প্রায় ৫০ জন যাত্রী নিয়ে বাসটি উত্তরপ্রদেশের হাথরস থেকে কাশ্মিরে গিয়েছিল। বৃহস্পতিবার ওই বাস যাত্রীদের নিয়ে জম্মু থেকে রিয়াসি জেলার শিব খোরির দিকে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। আখনুর শহরে জম্মু-পুঞ্চ জাতীয় সড়কের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। যাত্রীদের অধিকাংশই ছিল তীর্থযাত্রী। দুর্ঘটনার পরপর এগিয়ে আসেন স্থানীয়রা। পরে তাদের সঙ্গে উদ্ধারকাজে যোগ দেয় স্থানীয় প্রশাসন।

জম্মু ও কাশ্মিরের পরিবহণ কমিশনার রাজেন্দ্র সিংহ তারা জানান, জাতীয় সড়কের উপর একটি বাঁকে এসে বাসচালক নিয়ন্ত্রণ হারান। ওই বাঁকের মুখে বাসটি খাদে গড়িয়ে পড়ে যায়। তবে বাঁকটি খুবই সাধারণ ছিল।

তিনি বলেন, ‘সাধারণ একটি বাঁক ছিল জাতীয় সড়কের উপর। তাতে কোনো চালকের অসুবিধা হওয়ার কথা নয়। হতে পারে, চালক ঘুমিয়ে পড়েছিলেন। তাই না ঘুরে তিনি সোজা বাস চালিয়ে দেন। বাসটি খাদে পড়ে যায়।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ