1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৫:৫৭ পূর্বাহ্ন

পাবনায় পেট্রোলবাহী লরির চাপায় প্রাণ গেলো ২ জনের

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ১০৪ বার দেখা হয়েছে

পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগরে পেট্রোলবাহী লরির চাপায় দুই জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর সদরের প্রাণীসম্পদ অফিসের সামনের সড়কে দুর্ঘটনাটি ঘটে।‌ সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- সুজানগর উপজেলার চরসুজানগর গ্রামের লবাই প্রামানিকের ছেলে কামরুল ইসলাম (৩৫) ও পৌর সদরের মসজিদপাড়া মহল্লার আবু বকরের ছেলে আব্দুল মান্নান‌ (৩৮)।

ওসি জালাল উদ্দিন বলেন, তেলবাহী লরিটি প্রাণীসম্পদ অফিসের সামনের নিচু সড়ক থেকে ওপরের দিকে উঠছিল। চালক নিয়ন্ত্রণ হারালে লরিটি পেছনের দিকে চলে যায়। সে সময় দাঁড়িয়ে থাকা দুই জন লরির চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে। ঘাতক লরি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর লরির চালক ও হেলপার পালিয়ে গেছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ