1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৯:৩৫ পূর্বাহ্ন

খেলতে গিয়ে ২ শিশুর মৃত্যু

  • আপডেট সময় : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১৪০ বার দেখা হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পুকুরের পানিতে গাছের গুঁড়ি নিয়ে খেলা করার সময় লিপন (৬) ও মেহেদী হাসান (৮) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ মে) দুপুর ২টার দিকে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের সরকার পাড়া গ্রামে মারা যায় তারা।

মারা যাওয়া লিপন ও মেহেদী একই গ্রামের রাশেদ ও মাঈদুলের ছেলে। দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবলু মিয়া।

স্থানীয়রা জানান, পুকুরের পানিতে গাছের গুঁড়ির ওপর উঠে খেলা করছিল শিশু দুটি। সাঁতার না জানায় গুঁড়ি উল্টে পানিতে ডুবে মারা যায় তারা। পরে স্থানীয় লোকজন পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, থানায় অপমৃত্যু (ইউডি) মামলা করা হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ