1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন
হেডলাইন :
ঋণ আদায়ের জন্য নিলামে এস আলমের স্টিল মিল, বিদ্যুৎকেন্দ্র ও ভোজ্যতেল কারখানা রোমানা রউফ চৌধুরী ব্যাংক এশিয়া সিকিউরিটিজের চেয়ারম্যান পুনর্নির্বাচিত ঢাকা-রিয়াদ রুটে সরাসরি ফ্লাইট চালু করল ইউএস-বাংলা সোনার দামে নতুন রেকর্ড, ভরি ছাড়াল ১ লাখ ৭২ হাজার ১২৭৮ কোটি টাকার গম, সার ও এলএনজি কিনবে সরকার বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্বশাসন নিয়ে যা জানালেন গভর্নর ঢাকায় আইশার ট্রাকস কাস্টমার মিট অ্যান্ড গ্রিট আয়োজন রানারের সাশ্রয়ী মূল্যে খোলাবাজারে পণ্য বিক্রি বন্ধের সিদ্ধান্ত: অর্থ উপদেষ্টা চিকিৎসার জন্য আজ লন্ডন যাবেন খালেদা জিয়া প্রথমবারের মতো রাজধানীতে হলো “নিউ ইয়ার, নিউ মিশন’’ সম্মেলন

নিরাপত্তা বাহিনীর গুলিতে আজাদ কাশ্মীরে নিহত ৩

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ২০৬ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ জম্মু ও কাশ্মীরে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে দেশটির আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের গুলিতে স্থানীয় তিন বেসামরিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।

প্রতিবেদনে বলা হয়, সোমবার (১৩ মে) রাতে আজাদ জম্মু ও কাশ্মীরের (একেজে) রাজধানী মুজাফফরাবাদের কাছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে রেঞ্জার্সদের সংঘর্ষ হয়। এ সময় রেঞ্জার্সদের গুলিতে তিন বেসামরিক নিহত হোন।

মুল্যস্ফীতির বিরুদ্ধে বৃহস্পতিবার থেকে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির (জেএএসি) নেতৃত্বে আজাদ কাশ্মীরের হাজার হাজার বাসিন্দা প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে আসছে।

পরিস্থিতি নিয়ে সোমবার একেজে সরকারের সঙ্গে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের বৈঠক হয়। এ বৈঠকে ইসলামাবাদ সরকার একেজের জন্য আটা ও বিদ্যুতের মূল্যে ভর্তুকি দেওয়ার জন্য ২৩ বিলিয়ন রুপির প্যাকেজ ঘোষণা করেন। কিন্তু এতেও তাৎক্ষণিভাবে পরিস্থিতি শান্ত হয়নি।

রাজ্যটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য রেঞ্জার্সদের মোতায়েন করা হয়েছিল। কেন্দ্রীয় সরকারের ঘোষণার পর রেঞ্জার্সদের পাকিস্তানের মূল।ভূখণ্ডে ফিরে যাওয়ার কথা ছিল।

ডন জানিয়েছে, রেঞ্জার্সদের খাইবার পাখতুখওয়ার সীমান্তবর্তী গ্রাম ব্রারকোট দিয়ে ফেরার কথা থাকলেও তারা কোহালা অঞ্চল দিয়ে ফেরার সিদ্ধান্ত নেয়। পাঁচটি ট্রাকসহ রেঞ্জার্সদের ১৯টি গাড়ির বহর মুজাফফরাবাদের কাছে পৌঁছলে শোরান দা নাক্কা গ্রামের কাছে তাদের লক্ষ্য করে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করা হয়।

এর জবাবে রেঞ্জার্সরা কাঁদানে গ্যাস ছোড়ে ও গুলি করে। সামাজিক মাধ্যমে আসা একটি ভিডিওতে মুজাফফরাবাদ-ব্রারকোট সড়কে রেঞ্জার্সদের তিনটি গাড়িতে আগুন জ্বলতে দেখা গেছে।

মুজাফফরাবাদ শহরের পশ্চিম দিকের বাইপাস দিয়ে রেঞ্জার্সরা নগরীটিতে প্রবেশ করার পর ফের পাথর বৃষ্টির মধ্যে পড়ে। এখানেও তারা কাঁদানে গ্যাস ব্যবহার ও গুলি করে।

মুজাফফরাবাদের ডেপুটি কমিশনার নাদিম জানজুয়া জানিয়েছেন, গুলিতে তিন বিক্ষোভকারী নিহত হয়েছে আর আহতের সংখ্যা আটজনে দাঁড়িয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ রয়েছে।

জেএএসি নেতাদের একজন শওকত নওয়াজ মীর জানিয়েছেন, তাদের আইনি দল সরকার কর্তৃক জারি করা সহায়তা প্যাকেজগুলো ‘আইনিভাবে মূল্যয়ন করবে।’

তিনি বলেন, ‘যদি এই প্যাকেজগুলো আমাদের চার্টার অব ডিমান্ড অনুসারে আইনি প্রয়োজনীয়তা পূরণ না করে, তাহলে আমরা জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির সদস্যরা সর্বসম্মতিক্রমে আমাদের পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেব।’

এদিকে, আজাদ জম্মু ও কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক এর আগে ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে ২৩ বিলিয়ন রুপির তাৎক্ষণিক ত্রাণ প্যাকেজের জন্য প্রধানমন্ত্রী শেহবাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। তিনি বলেন, ‘আটা ও বিদ্যুতের মূল্যে ভর্তুকির বিষয়টি দীর্ঘদিন ধরে অমীমাংসিত ছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রীর নির্দেশে এগুলো কয়েক মিনিটের মধ্যে সমাধান করা হয়েছে, যার জন্য আমি তার কাছে কৃতজ্ঞ।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ