1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০২:৩২ অপরাহ্ন

ভাঙা রেললাইনে বস্তা গুঁজে চলছে ট্রেন

  • আপডেট সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ১২৫ বার দেখা হয়েছে

নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়া লোকমানপুর রেলস্টেশন এলাকায় রেললাইন ভেঙে ৬ ইঞ্চির মতো ফাঁকা হয়ে গেছে। বর্তমানে ওই জায়গাটিতে বস্তা গুঁজে ধীর গতিতে রাজশাহী রুটের ট্রেন চলাচল করছে। রেলওয়ে কৃর্তপক্ষ স্থানটি মেরামতে কাজ শুরু করেছেন।

বুধবার (৮ মে) লোকমানপুর রেলস্টেশন এলাকায় গিয়ে এমন চিত্র দেখা গেছে। ঘটনাটি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ে (পশ্চিম) রাজশাহীর মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

অসীম কুমার তালুকদার বলেন, আমাদের এই অঞ্চলের রেললাইনগুলো প্রায় ৫০ বছরের পুরাতন। ফলে রেললাইনের ধারণ ক্ষমতা কমে গেছে। এজন্য কিছু কিছু স্থানে চাপে রেল লাইনগুলো ভেঙে যায়।

তিনি আরও বলেন, আজ সকালে একটি কমিউটার ট্রেন চলাচলের সময় স্থানীয় লোকজন রেললাইন ভাঙা দেখতে পান। আমাদের লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখেন প্রায় ৬ ইঞ্চির মতো রেললাইন ভেঙে গেছে। ওই রেললাইনে বর্তমানে ১০ কিলোমিটার বেগে ট্রেন চলাচল করছে। রেললাইনের ভাঙা স্থানে মেরামতে কাজ চলছে। খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ