1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ১০:৩৬ অপরাহ্ন

ময়মনসিংহে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

  • আপডেট সময় : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ১২০ বার দেখা হয়েছে

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ নগরীতে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে ওমর ফারুক (১০) ও আবু বক্কর (৭) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

মারা যাওয়া ওমর ফারুক ও আবু বক্কর ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের শ্রীগলদি গ্রামের মো. কামাল মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (২ মে) বিকেল ৫ টার দিকে নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের শিমুলতলি মোড়ের একটি পুকুরে এই দুর্ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, মো. কামাল সদর উপজেলার পরানগঞ্জ শ্রীগলদি গ্রামের বাসিন্দা। গত ১০/১২ বছর যাবত কামাল স্বপরিবারে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডে গোদারাঘাট এলাকার বিল্লাল ডাক্তারের বাড়িতে বসবাস করে আসছেন। বিল্লাল পেশায় ভ্যানচালক, তার স্ত্রী অন্যের বাসায় কাজ করেন।

ঘটনার দিন সকালে সন্তানদের বাসায় রেখে কাজ করতে চলে যান কামাল ও তার স্ত্রী। দুপুরের পর থেকে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। একপর্যায় শিমুলতলি মোড়ের একটি পুকুরে ছোট ছেলে আবু বকরকে ভেসে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আবু বকরকে উদ্ধারের আধাঘণ্টা পর একই পুকুর থেকে ওমর ফারুককে মৃত অবস্থায় উদ্ধার করে।

ওসি মো. মাইন উদ্দিন আরও বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ