1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন

কুমিল্লায় বজ্রপাতে ৪ জনের প্রাণহানি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ১৫২ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চার উপজেলায় বজ্রপাতে দুই কৃষকসহ চার জনের প্রাণহানি হয়েছে। বৃহস্পতিবার (২ মে) বিকাল ৫টার পর বিভিন্ন সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন, দেবিদ্বার উপজেলার ধামতী গ্রামের মোখলেছ (৫৮), কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উত্তর সূর্যনগর গ্রামে আতিকুল ইসলাম (৫০), বুড়িচং উপজেলার কৃষক আলম হোসেন ও চান্দিনা উপজেলার কৃষক দৌলতুর রহমান (৪৭)।

স্থানীয় ও পুলিশের সূত্র জানা যায়, চান্দিনা উপজেলার কিছমত-শ্রীমন্তপুর গ্রামে কৃষি কাজ করার সময় বজ্রপাতে দৌলতুর রহমান (৪৭) মারা যায়। বুড়িচংয়ের রাজাপুর ইউনিয়ন নোয়াপাড়া গ্রামে আলম হোসেন ধান কাটার সময়, বাকি দুইজন বৃষ্টির সময় বাইরে থাকায় ঘটনাস্থলে মারা যায়।

নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহগুলো পুলিশের পক্ষ থেকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ