1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন

বরগুনায় হিটস্ট্রোকে শ্রমিকের মৃত্যু

  • আপডেট সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ১৮৭ বার দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি : বরগুনার তালতলীতে হিটস্ট্রোকে নয়া মিয়া ফকির (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের খোট্টার চর গ্রামে এ ঘটনা ঘটে। নয়া মিয়া ফকির একই গ্রামের আমির আলী ফকিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খোট্টার চর গ্রামের হাসান মিয়ার বাড়িতে শ্রমিক হিসেবে পুকুর খননের কাজে যান নয়া মিয়া ফকির। অতিরিক্ত তাপদাহে পুকুর খননের সময় তিনি হিটস্ট্রোক করেন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন কুমার পোদ্দার বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ