1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৮:২৭ পূর্বাহ্ন

সাজেকে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৬

  • আপডেট সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ১১৫ বার দেখা হয়েছে

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সাজেক-উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রি এলাকায় একটি ট্রাক খাদে পড়ে ছয় জন নিহত হয়েছে। এতে আট জন আহত হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) বিকেলে কাজ শেষে ১৭ জন শ্রমিক বাঘাইছড়ি উপজেলা সদরে ফেরার পথে ট্রাকটি পাহাড়ি খাদে পড়ে যায়। ঘটনাস্থলে ছয় জন নিহত হয়। আহতদের উদ্ধার করে সেনাবাহিনী ও বিজিবির সহায়তায় খাগড়াছড়ির দিঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রাঙামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল চৌধুরী বলেন, সীমান্ত সড়কের কাজ শেষে শ্রমিকেরা ড্রাম ট্রাকে করে ফিরছিলেন। পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ১০০ ফুট গভীর খাদে পরে দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার বলেন, এ দুর্ঘটনায় ছয় জন মারা গেছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ