1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৮:৩০ অপরাহ্ন

স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন

  • আপডেট সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ১১৬ বার দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের (৩০) বাড়িতে অনশন করছেন এক তরুণী। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে পৌর শহরের হাসপাতাল সংলগ্ন প্রেমিক অনুপম ভূঁইয়ার বাড়িতে অবস্থান নেন তিনি।

অনশনকারী তরুণী জানান, প্রায় ৮ বছর আগে পটুয়াখালীর গলাচিপায় মামার বাড়ি থাকা অবস্থায় অনুপমের সঙ্গে তার প্রেম হয়। এর কয়েক বছর পর কুয়াকাটায় গোপনে বিয়ে করেন তারা।

সরকারি চাকরি পেলে অনুপম তাকে ঘরে তুলবে বলে এতদিন বলে আসছিল। কিন্তু দীর্ঘ দিনেও তাকে ঘরে না তুলে হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেয়।

পরে তরুণী জানতে পারেন, অনুপমের অন্যত্র বিয়ে হয়েছে। কোনো উপায় না পেয়ে প্রেমিকের বাড়িতে অনশনে বসেন তিনি। এদিকে, ওই তরুণীর আসার খবরে গাঁ ঢাকা দিয়েছেন প্রেমিক অনুপম।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ