1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বুধবার, ০১ মে ২০২৪, ১০:২০ অপরাহ্ন

সুন্দরবনে হরিণ ধরার ফাঁদসহ শিকারি আটক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১১ বার দেখা হয়েছে

বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনের অভয়ারণ্যে হরিণ ধরার ১৫০ ফুট ফাঁদসহ মো. জুয়েল নামের এক শিকারিকে আটক করেছে বন বিভাগ।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ভোররাতে পূর্ব সুন্দরবনের বগি স্টেশন এর চরখালি টহল ফাঁড়ি সংলগ্ন অভয়ারণ্য থেকে তাকে আটক করা হয়। এ সময় জুয়েলের সাথে থাকা অপর দুই শিকারি পালিয়ে যায়। আটককৃত শিকারিকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

আটককৃত মো. জুয়েল ঢাকার ডেমরা থানার মো. জালাল এর ছেলে। তিনি বাগেরহাটের শরণখোলা উপজেলার তাফালবাড়ি এলাকায় তার শ্বশুর মৃত মনো মিয়া হাওলাদার এর বাড়িতে বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চরখালি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিউর রহমান বলেন, নিয়মিত টহল চলাকালে বগি স্টেশনের চরখালি টহল ফাঁড়ির নিকটবর্তী অভয়ারণ্য থেকে হরিণ ধরার ১৫০ ফুট ফাঁদসহ জুয়েল নামে এক শিকারিকে আটক করা হয়েছে।

তিনি বলেন, বৃহস্পতিবার ভোররাতে জুয়েল নামের এই শিকারি আরও দুজন শিকারিকে সঙ্গে নিয়ে বনের ভিতরে ফাঁদ পাতছিলেন। বনকর্মীরা তাদের আটক করার সময় দু’জন পালিয়ে যেতে সক্ষম হয়। পালিয়ে যাওয়া দুজনের নাম পরিচয় এখনো জানা যায়নি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ