1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন

চট্টগ্রামে নুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আপডেট সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ১১২ বার দেখা হয়েছে
VP-Nur

চট্টগ্রাম প্রতিনিধি : শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে নিয়ে কটূক্তির অভিযোগে চট্টগ্রামে দায়ের ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

আজ সোমবার (১৫ এপ্রিল) চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবীরের আদালত শুনানি শেষে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন।

এর আগে ২০২২ সালের জুন মাসে আদালতে মামলা দায়ের করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল আইনজীবী শাহরিয়ার তানিম।

সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মেজবাহ উদ্দিন গ্রেপ্তারি পরোয়ানা জারির সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, ২০২২ সালের ১ জুন আসামি নুর ছাত্র যুব অধিকার পরিষদের নামে সমাবেশ ডেকে বাংলাদেশ ছাত্রলীগ, প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে বিভিন্ন ধরনের কটূক্তি করেন। এরপর সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করেন। যে ভিডিওতে শিক্ষামন্ত্রীকে ‘গুন্ডাবাহিনী’ বলে সম্বোধন করা হয়েছে। এ ঘটনায় ২০২২ সালের ১৪ জুন মামলা দায়ের করা হলে ২৮ জুন পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে তদন্তের নির্দেশ দেন আদালত। তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে চলতি বছরের ৬ ফেব্রুয়ারি প্রতিবেদন আদালতে দাখিল করেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ