1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৮:১৪ পূর্বাহ্ন

চিড়িয়াখানায় হাতির আক্রমণে মাহুতের ছেলের মৃত্যু

  • আপডেট সময় : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ১২৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় হাতির আক্রমণে এক মাহুতের ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

চিড়িয়াখানার সেই মাহুতের নাম আজাদ আলী। তার ১৭ বছর বয়সী ছেলে জাহিদের মৃত্যু হয়েছে হাতির আক্রমণে।

জাতীয় চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার জসীম উদ্দিন মোল্লা জানান, ছেলেটি হাতির মাহুতের ছেলে। ঈদের কারণে চিড়িয়াখানায় প্রচুর মানুষ আসে। দর্শকদের ফুটবল নিয়ে খেলা দেখানোর সময় মাহুতের ছেলে বাবার কাছেই ছিল। হঠাৎ করেই একটি হাতি ওই কিশোরকে শুঁড় দিয়ে তুলে আছাড় মারে। তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর হাতিটিকে বিশেষ ব্যবস্থায় আলাদা করে রাখা হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ