1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
রবিবার, ১১ মে ২০২৫, ০৭:০১ অপরাহ্ন
হেডলাইন :
ঋণ আদায়ের জন্য নিলামে এস আলমের স্টিল মিল, বিদ্যুৎকেন্দ্র ও ভোজ্যতেল কারখানা রোমানা রউফ চৌধুরী ব্যাংক এশিয়া সিকিউরিটিজের চেয়ারম্যান পুনর্নির্বাচিত ঢাকা-রিয়াদ রুটে সরাসরি ফ্লাইট চালু করল ইউএস-বাংলা সোনার দামে নতুন রেকর্ড, ভরি ছাড়াল ১ লাখ ৭২ হাজার ১২৭৮ কোটি টাকার গম, সার ও এলএনজি কিনবে সরকার বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্বশাসন নিয়ে যা জানালেন গভর্নর ঢাকায় আইশার ট্রাকস কাস্টমার মিট অ্যান্ড গ্রিট আয়োজন রানারের সাশ্রয়ী মূল্যে খোলাবাজারে পণ্য বিক্রি বন্ধের সিদ্ধান্ত: অর্থ উপদেষ্টা চিকিৎসার জন্য আজ লন্ডন যাবেন খালেদা জিয়া প্রথমবারের মতো রাজধানীতে হলো “নিউ ইয়ার, নিউ মিশন’’ সম্মেলন

নতুন ৩৭ টি অডিটর প্যানেলের তালিকা প্রকাশ করেছে বিএসইসি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
  • ৪৫৫ বার দেখা হয়েছে
BSEC-

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চ্যার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আহমেদ মাশুক এন্ড কোং বাদ দিয়ে নতুন অডিটর প্যানেলের তালিকা প্রকাশ করেছে । নতুন অডিটর প্যানেলের তালিকায় রয়েছে ৩৭টি অডিটর প্রতিষ্ঠান। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।

জানা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত বা প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) কোম্পানির অডিট কার্যক্রম সম্পন্ন করতে কমিশনের তালিকার বাইরে কোন অডিট ফার্মকে দিয়ে আইপিও’র কোম্পানি বা তালিকাভুক্ত কোন কোম্পানি অডিট করাতে পারবে না।

বিএসইসির পরিচালক (সিএফডি) প্রদীপ কুমার বসাকের স্বাক্ষরে প্রকাশিত তালিকায় যেসব অডিটরের নাম রয়েছে সেগুলো হলো: এ হক এন্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, এ কাশেম এন্ড কোং, এ ওহাব এন্ড কোং, এসিএনএবিআইএন (অ্যাকনাবিন) চ্যার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, আহমেদ জাকির এন্ড কোং, এআরটিআইএসএএন (আর্টিশান) চ্যার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, আশরাফ উদ্দিন এন্ড কোং, আজিজ হালিম খায়ের চৌধুরী, ফেমস এন্ড আর, জি কিবরিয়া এন্ড কোং, হুদা ভাসি চৌধুরী এন্ড কোং, হাওলাদার ইউনুস এন্ড কোং, হুসাইন ফরহাদ এন্ড কোং, ইসলাম আফতাব কামরুল এন্ড কোং, ইসলাম কাজি শফিক এন্ড কোং, কে এম আলম এন্ড কোং, কে এম হাসান এন্ড কোং, কাজি জহির খান এন্ড কোং, খান ওহাব শফিক রহমান এন্ড কোং, এম জে আবেদীন এন্ড কোং, এম এম রহমান এন্ড কোং, ম্যাবস এন্ড জে পার্টনার্স, মাহফেল হক এন্ড কোং, মালেক সিদ্দিক ওয়ালি, মাশিহ্ মুহিত হক এন্ড কোং, নুরুল ফারুক হাসান এন্ড কোং, অক্টোখান চ্যার্ট্যার্ড অ্যাকাউন্ট্যান্ট, পিনাকি এন্ড কোম্পানি, রহমান মোস্তফা আলম এন্ড কোং, রহমান রহমান হক, এস এফ আহমেদ এন্ড কোং, এস কে বরুয়া এন্ড কোং, শফিক বসাক এন্ড কোং, সিরাজ খান বসাক এন্ড কোং, সাইফুল সামসুল আলম এন্ড কোং, তোহা খান জামান এন্ড কোং এবং জোহা জামান কবির রশিদ এন্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ