1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ন

একমাস ধরে হাসপাতালে ভর্তি অভিনেতা, খোঁজ নেয় না পরিবার

  • আপডেট সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১০৩ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক : গুরুতর অসুস্থ ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা পার্থ সারথি দে। গত একমাস ধরে কলকাতার এমআর বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আপাতত ভেন্টিলেশনে রাখা হয়েছে তাকে। ক্রমশ শারীরিক অবস্থার অবনতি হলেও খোঁজ নেয়নি তার পরিবার।

আপাতত অভিনেতা বাপি দাস অসুস্থ পার্থ সারথির দেখাশোনা করছেন। হিন্দুস্তান টাইমসকে তিনি বলেন, ‘পার্থদা দীর্ঘদিন ধরে সিওপিডির সমস্যায় জর্জরিত। তার সঙ্গে বুকে সংক্রমণ এবং নিউমোনিয়া দুটোই ধরা পড়েছে। বর্তমানে ভেন্টিলেশনে রয়েছেন।’

গত এক মাস ধরে পার্থ সারথি দের দেখাশোনা করছেন অভিনেতা বাপি দাস। তিনি বলেন, ‘এই মুহূর্তে আমি এবং আর্টিস্ট ফোরাম ছাড়া পার্থদার পাশে কেউ নেই। আর্থিক সাহায্য করছে ফোরাম। আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিলাম। কিন্তু কোনোরকম সাড়া পাইনি। চিকিৎসকরা জানিয়েছেন আগের চেয়ে সামান্য ভালো রয়েছেন। লোকজনকে চিনতে পারছেন। আমি প্রতিদিন সকাল-বিকাল দুবেলা দেখতে যাচ্ছি।’

পার্থ সারথির পরিবারের বিষয়ে বিশেষ কিছু জানাননি তার সহকর্মী বাপি দাস। তবে মেকআপ আর্টিস্ট বিনীতা দেব ব্যানার্জিকে বিয়ে করেছিলেন পার্থ। তাদের এক কন্যা সন্তান রয়েছে। এ সংসার টেকেনি, তাদের বিবাহবিচ্ছেদ হয়েছে। তবে প্রাক্তন স্বামীর খোঁজ-খবর নেয়নি বিনীতা বা তার মেয়ে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ