1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শনিবার, ১২ জুলাই ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন

মাগুরায় ১২০ বস্তা মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ

  • আপডেট সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ১০৩ বার দেখা হয়েছে

মাগুরা প্রতিনিধি : মাগুরা শহরের ‘গৌতম ফল ফান্ডারে’ অভিযান চালিয়ে মজুদকৃত ১২০ বস্তা মেয়াদোত্তীর্ণ খেজুর করার জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহামান। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফল ব্যবসায়ী গৌতম শিকদারকে এক লাখ টাকা জরিমানা ও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

শনিবার (১৬ মার্চ) বিকেলে শহরের পশু হাসপাতাল পাড়ার ওই ফল ভান্ডারের গুদামে অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহামান বলেন, খেজুররের প্রতিটি বস্তায় উৎপাদন ও মেয়াদের তারিখ কালো কালি দিয়ে মুছে দেওয়া ছিল। মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ায় ব্যবসায়ী কারচুপির আশ্রয় নিয়েছিলেন বলে স্বীকার করেছেন।

এদিকে, অভিযুক্ত ফল ব্যবসায়ী গৌতম শিকদার জানান, তিনি গত ১৩ মার্চ ২০০ বস্তা খেজুর যশোরের রাসেল এন্টার প্রাইজ নামের একটি প্রতিষ্ঠান থেকে কিনেছেন। প্রতিকেজি খেজুর তিনি ১৬৫ টাকা দরে কিনেছেন। তিনি ইতোমধ্যে ৮০ বস্তা খেজুর বাজারে বিক্রি করেছেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ