1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন

৫ তলা ভবনের ছাদ থেকে নারী ও যুবকের লাশ উদ্ধার

  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ১০৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তুরাগ কামারপাড়া একটি পাঁচ তলা ভবনের ছাদের একটি রুম থেকে মৌসুমী ও ইব্রাহিম নামে দুজনের লাশ উদ্ধার করছে পুলিশ। পুলিশ ধারণা করছে, মৌসুমী নামের ওই নারীকে জবাই করে হত্যার পর ইব্রাহিম আত্মহত্যা করেছে।

সোমবার (১১ মার্চ) রাতে এই তথ্য নিশ্চিত করেন তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আনোয়ার। তিনি জানান, তুরাগ কামারপাড়া এলাকার একটি পাঁচ তলা বাড়ির ছাদের একটি রুম থেকে মৌসুমী ও ইব্রাহিম নামের দুজনের লাশ উদ্ধার করছে পুলিশ।

তিনি আরও জানান, দুজনের সম্পর্কটা কি ছিল এখনও জানা যায়নি।

এদিকে, ঘটনাস্থল থেকে তুরাগ থানার (ইন্সপেক্টর তদন্ত) মো. আবু সাইদ মিয়া জানান, যতটুকু জানা গেছে মৌসুমীর সঙ্গে ইব্রাহিমের অনেক আগে থেকেই পরিচয়। মৌসুমী তার স্বামী ও দুই সন্তানকে নিয়ে উত্তরা ১০ নম্বর সেক্টর এলাকায় থাকতো। আর ইব্রাহিম কামারপাড়ার ৫ তলার ছাদে এক রুম ভাড়া নিয়েছিল চলিতে বছরের জানুয়ারি মাসে। দুজনের আগে থেকে পরিচয় থাকার কারণে দুজন দুজনেরই বাসায় যাতায়াত করতেন।

তুরাগ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আবু সাইদ মিয়া জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ