1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন

ভাসানচরের পথে আরও ১২৫০ রোহিঙ্গা

  • আপডেট সময় : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ১৩৭ বার দেখা হয়েছে

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি রোহিঙ্গা ক্যাম্প থেকে নোয়াখালীর ভাসানচরের পথে রওনা হয়েছেন আরও ১ হাজার ২৫০ জন রোহিঙ্গা।

স্বেচ্ছায় ভাসানচরে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের শুক্রবার (১ মার্চ) দুপুরে চট্টগ্রাম থেকে নৌবাহিনীর জাহাজে ভাসানচরের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার রাতে উখিয়া কলেজ মাঠ থেকে কঠোর নিরাপত্তায় তাদের চট্টগ্রামে পাঠানো হয়। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত মহাপরিদর্শক (এডিআইজি) মো. ইকবাল এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে ২৪তম ধাপে ভাসানচরের উদ্দেশ্যে যাওয়া রোহিঙ্গাদের প্রথমে উখিয়া কলেজ মাঠে নিয়ে আসা হয়। পরে তাদের চট্টগ্রামে পাঠানো হয়। সেখান থেকে নৌবাহিনীর জাহাজে ভাসানচরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন তারা।

‘২৪তম ধাপে যাওয়া রোহিঙ্গাদের মধ্যে নতুন ১ হাজার ১৪১ জন ও ভাসানচর থেকে আত্মীয়-স্বজনের কাছে বেড়াতে আসা রোহিঙ্গা ছিলেন ১০৯ জন।’- যোগ করেন তিনি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ