1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০২:০১ অপরাহ্ন
হেডলাইন :
ঋণ আদায়ের জন্য নিলামে এস আলমের স্টিল মিল, বিদ্যুৎকেন্দ্র ও ভোজ্যতেল কারখানা রোমানা রউফ চৌধুরী ব্যাংক এশিয়া সিকিউরিটিজের চেয়ারম্যান পুনর্নির্বাচিত ঢাকা-রিয়াদ রুটে সরাসরি ফ্লাইট চালু করল ইউএস-বাংলা সোনার দামে নতুন রেকর্ড, ভরি ছাড়াল ১ লাখ ৭২ হাজার ১২৭৮ কোটি টাকার গম, সার ও এলএনজি কিনবে সরকার বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্বশাসন নিয়ে যা জানালেন গভর্নর ঢাকায় আইশার ট্রাকস কাস্টমার মিট অ্যান্ড গ্রিট আয়োজন রানারের সাশ্রয়ী মূল্যে খোলাবাজারে পণ্য বিক্রি বন্ধের সিদ্ধান্ত: অর্থ উপদেষ্টা চিকিৎসার জন্য আজ লন্ডন যাবেন খালেদা জিয়া প্রথমবারের মতো রাজধানীতে হলো “নিউ ইয়ার, নিউ মিশন’’ সম্মেলন

১ মার্চ থেকে নতুন দামে সয়াবিন তেল

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৫ বার দেখা হয়েছে
oil

নিজস্ব প্রতিবেদক : ১ মার্চ থেকে সয়াবিন তেলের নতুন দাম কার্যকর হচ্ছে। শুক্রবার থেকে খুচরা পর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৬৩ টাকায়। আর লিটারে খোলা তেলের দর পড়বে ১৪৯ টাকা। এ ছাড়া, বোতলজাত ৫ লিটার বিক্রি হবে ৮০০ টাকায়।

গত ২০ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্সের সভা হয়। সেখানে সয়াবিন তেলের দাম কমানো হয়। ওই দিনই জানা যায়, ১ মার্চ থেকে নতুন মূল্য কার্যকর হবে।

সেদিন বৈঠকে ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, সরকার ৫ টাকা ছাড় দিয়েছে। আসন্ন রমজান ঘিরে আপনারাও সমান ছাড় দেন। সেখানে উপস্থিত মিলমালিক ও তেল পরিশোধনকারীরা তাতে সম্মতি জানান। ফলে সয়াবিন তেলের নতুন দাম নির্ধারিত হয়।

এর আগে, গত ২৯ জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে ৪ নিত্যপণ্যের ওপর থেকে শুল্ক কমানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেগুলো হলো- চাল, ভোজ্যতেল, চিনি ও খেজুর। পরে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এরপর, গত ২০ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ের সভা হয়। তারপর বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সয়াবিন তেলের দর কমানোর ঘোষণা দেয়। তবে, পাম তেল বা অন্য পণ্যের দর কমানো হয়নি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ