1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৫ পূর্বাহ্ন

শত্রুতার জেরে বিষ প্রয়োগে ঘেরের ২০০ মণ মাছ নিধন

  • আপডেট সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৩ বার দেখা হয়েছে

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের সদর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে রাজ্জাক তালুকদারের (৫০) মাছের ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এতে অন্তত ২০০ মণ মাছ মারা গেছে বলে ভুক্তভোগী দাবি করেছেন।

এ ঘটনায় বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে চার জনের নাম উল্লেখ করে পালং মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন রাজ্জাক তালুকদার।

স্থানীয়, ভুক্তভোগী ও থানার অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সদর উপজেলার চরপালং এলাকার মাছ চাষি রাজ্জাক তালুকদার পৌর বাসস্ট্যান্ডের পশ্চিম পাশের ৬ একর জমির পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন। শুরু থেকে তার প্রতিপক্ষ কয়েকজন মাছের ঘেরে কয়েকবার বিষ প্রয়োগ করার চেষ্টা করে। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেন রাজ্জাক তালুকদার। এরপর থেকে প্রতিপক্ষের লোকজন আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে রাতের আঁধারে ঘেরে বিষ প্রয়োগ করে বলে অভিযোগ ওঠে। বিষের প্রভাবে ঘেরের রুই, কাতলা, মৃগেল, মিনারকাপসহ বিভিন্ন প্রজাতির ২০০ মণ মাছ মরে পানিতে ভেসে ওঠে বলে তিনি থানায় অভিযোগ করেছেন।

ভুক্তভোগী রাজ্জাক তালুকদার বলেন, ‘আমি অনেক টাকা ঋণ করে এই মাছের খামার করেছি। প্রতিপক্ষের লোকজন শুরু থেকে আমার মাছ চাষে বাধা দিয়ে আসছে। আমি এ বিষয়ে থানায় জানালে স্থানীয় লোকজন বিষয়টি মীমাংসা করে দেয়। এরপরও তারা আমার ঘেরে আবারও বিষ দিয়ে ২০ লাখ টাকার মাছ মেরে ফেলেছে। আমি এখন পথে বসে গিয়েছি। এ ঘটনায় কাছে সুষ্ঠু বিচার চাই।’

স্থানীয় বাসিন্দা ফজলুল হক মাদবর বলেন, ‘মাছগুলো বেশ বড় হয়ে গিয়েছে। এই অবস্থায় এমন ক্ষতি মেনে নেয়ার মতো না। যারা এ ঘটনায় জড়িত তাদের সঠিক বিচারের দাবি জানাই।’ তবে এ বিষয়ে প্রতিপক্ষের কারও বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহম্মেদ বলেন, এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ